গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু'পাশ বন্ধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন করেন।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক শামিমা আক্তার বলেন, ‘গত কয়েক দিন যাবৎ বেতন দেওয়ার কথা বলে আজ পর্যন্ত দেয়নি। দুই মাসের বকেয়া বেতন আটকে রেখেছে। বেতনের কথা বললেই তারা (কর্তৃপক্ষ) বিভিন্ন তালবাহানা করছে।’ 

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি।’

 

শাহবাগে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ পরবর্তী

শাহবাগে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কমেন্ট