আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দ বইপ্রেমীদের মিলনমেলায় মুখরিত বইমেলা
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গত জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলের বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের কাঠগড়ার আমতলা এলাকার সড়ক অবরোধ করেন ‘ছেইন অ্যাপারেলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, প্রতি মাসে বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এ ছাড়া তারা সকালে কাজে যোগ দিতে এসে দেখতে পান ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে মূল ফটকে নোটিশ লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
এতে শ্রমিকরা অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সান্ত্বনা দিকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকরা আঞ্চলিক সড়কটি ছেড়ে দেন। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে পুলিশের সঙ্গে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) যোগাযোগ হয়েছে।
কমেন্ট