কেরানীগঞ্জে ফের র্যাব পরিচয়ে টাকা লুট
চার দিনের ব্যবধানে ফের ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন আলী সোমবার (১৭ ফেব্রুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় র্যাব পরিচয়ে এই টাকা লুটের ঘটনা ঘটে। শুক্রবার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে মো. রাসেল আহম্মেদ (৪৬) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাসেল ও তার ফুপাতো ভাই ৩৮ ভরি স্বর্ণ বিক্রি করে প্রায় ৪৮ লাখ টাকা নিয়ে কেরানীগঞ্জের কদমতলী থেকে সিএনজিযোগে নিজ বাড়ি রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামে যাওয়ার পথে র্যাব-১০ হেডকোয়ার্টারের ৫০০ গজ পূর্বে মাওয়া হাইওয়ের আন্ডারপাসের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ দুটি অভিযোগেরই তদন্ত করছেন। তবে এ দুটি ঘটনায় কেরানীগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হোসেন আলী ব্যবসায়িক ২২ লাখ টাকা নিয়ে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর থেকে নিজ বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর এলাকায় যাওয়ার জন্য সিএনজিযোগে মোল্লা বাজার যাওয়ার পথে নাজিরের বাগ এলাকায় র্যাব পরিচয়ে ৬-৭ জনের একটি দল গাড়ির গতিরোধ করে।
এরপর তাকে নারী নির্যাতন মামলার আসামি উল্লেখ করে জোরপূর্বক হাতে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে ফেলে। পরে গাড়িতে তুলে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানোর পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা মাওয়া হাইওয়ের তেঘরিয়া এলাকায় ফেলে রেখে চলে যায়। ঘটনার সময় তাদের প্রত্যেকের গায়ে র্যাব লেখা জ্যাকেট হাতে ওয়াকিটকি এবং গাড়িতে র্যাবের স্টিকার লাগানো ছিল।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য টহল জোরদার করা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।
কমেন্ট