আদমদীঘিতে বিভিন্ন মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৭

আদমদীঘিতে বিভিন্ন মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৭

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিস ভাঙচুর, মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে বাবা-ছেলে ও নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপি অফিসে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের মামলায় শনিবার রাতে কয়াকঞ্চি গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে শামীম প্রামাণিক (৪২) এবং তার ছেলে তারেককে (২১) গ্রেপ্তার করে পুলিশ।

ওই রাতেই নশরতপুর ধনতলা গ্রামের ইবাদত আলীর ছেলে শাহিনুর ইসলামকে (৩৬) ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 
এ ছাড়া উপজেলার কালিবাড়ী এলাকায় একটি মৎস্য হাচারির সামনে সন্দেহ জনক ঘোরাফেরার সময় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনির মকবুলের ছেলে সুমন (২৬) ও মৃত আলমগীরের ছেলে মিজুকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে রায়হান রাব্বী (৩৫) ও কোহিনুর বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। 

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে দুই শ্রমিক নিহত পরবর্তী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

কমেন্ট