চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে জাতীয় নির্বাচন : প্রেসসচিব
ফেনীতে ডেভিল হান্টে ১৫ দিনে গ্রেপ্তার ৬২
ফেনীতে অপারেশন ডেভিল হান্টের ১৫ দিনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারদের মধ্যে অন্যতম হলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভূঁইয়া। তাকে মহিপালের আন্দোলনে ছাত্র-জনতা হত্যার দুটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মো. কামাল উদ্দিন মাস্টার (৪৬), ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার মো. আবুল হাসেম (৫৩), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের মো. হাসান শরীফ (৩৩), ফাজিলপুর ইউনিয়নের মধ্যম শিবপুর গ্রামের আবুল কাশেম (৫৪), বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের আরাফাত হোসেন ইমন (২২) ও পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের আলী হোসেন তপন।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট