অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম
ছিনতাই প্রতিরোধে সাঁড়াশি অভিযানে টঙ্গী থেকে ৬ ছিনতাইকারীসহ ১০ জনকে আটক
ছিনতাই প্রতিরোধে সাঁড়াশি অভিযানে টঙ্গী থেকে ৬ ছিনতাইকারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানায় নেওয়া হয়।
টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ছিনতাই প্রতিরোধে সাড়াশি অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে ৪ জনকে গ্রেপ্তার হয়েছে।
এদিকে ডাকাতি, চুরি, ছিনতাই ও ধর্ষণসহ সংঘটিত সকল অপরাধের বিচার চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি দেয়।
কমেন্ট