ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে বসতবাড়িতে ডাকাতি, টাকা ও সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে বসতবাড়িতে ডাকাতি, টাকা ও সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় আট ভরি সোনা ও দুই লাখ ১২ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের জাজিরা ঋষিপাড়া এলাকায় পিকলু দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পিকলু দাসের চাচাতো ভাই মন্টি দাস জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শিবরাত্রি অনুষ্ঠান থাকায় আজ ভোরবেলা থেকে পিকলু দাস তার স্ত্রী ও ছোট ভাই গোপালসহ বাড়ির সব সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জের পাগলা শিব মন্দিরে গিয়েছিল। এ সময় বাড়িতে শুধু তার ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়া দাস ছিলেন। সকাল ১১টার দিকে মাস্ক পরিহিত ৫-৬ জনের একটি ডাকাতদল বাড়িতে ঢুকে প্রিয়া দাসের হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়িতে থাকা আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রিয়া দাসের ডাকচিৎকারে আশপাশের লোকজন বাড়িতে ঢুকে প্রিয়া দাসকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। 
নাম প্রকাশ না করার শর্তে প্রিয়া দাসের এক প্রতিবেশী বলেন, ‘ডাকাতির ঘটনাটি নাটক নাকি সত্যি আমরা বলতে পারব না। তবে আমরা প্রিয়া দাসের ডাকচিৎকার শুনে আশপাশের অনেক লোক এসে প্রিয়া দাসকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করি। আমরা কোনো ডাকাত দেখিনি।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে শুনেছি ভিন্ন কথা,পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়াকে সন্দেহ করছে। তার সঙ্গে অন্য কারো পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। টাকা-পয়সা স্বর্ণালংকার লুকিয়ে রেখে ডাকাতির নাটক সাজানোও হতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ হচ্ছে।’

তিনি জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানা যাবে। 

ছিনতাই প্রতিরোধে সাঁড়াশি অভিযানে টঙ্গী থেকে ৬ ছিনতাইকারীসহ ১০ জনকে আটক পরবর্তী

ছিনতাই প্রতিরোধে সাঁড়াশি অভিযানে টঙ্গী থেকে ৬ ছিনতাইকারীসহ ১০ জনকে আটক

কমেন্ট