সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করা ৮ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে একজনকে এবং সন্ধ্যায় ৭ জনকে ফেরত দেয় বিএসএফ। বিজিবি ওই ৮ ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে ৭ বাংলাদেশি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা কাশিমগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের বানেশ্বরজোত বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন। 

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মণের ছেলে হরেন বর্মণ (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মণ (২১), নব বর্মণ (১৭), একই উপজেলার আখানগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মণের ছেলে রিপন বর্মণ (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে সুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিশ রায় (১৮)। 

বুধবার তেঁতুলিয়া মহানন্দা নদীতে সীমান্ত অতিক্রম করে পাথর-বালি উত্তোলনের সময় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে পাথর শ্রমিক রবিউল ইসলাম (৪৫) আটক করে নিয়ে যায় ভারতের বিবেকানন্দ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিকেলে ওই পাথর শ্রমিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেন বিএসএফ সদস্যরা।

এদিকে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আগের দিন আটক হওয়া ৭ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দেন বিএসএফ সদস্যরা। পরে ওই ৮ ব্যক্তিকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, দালালের মাধ্যেমে ভারতে অনুপ্রবেশ করলে ওই ৭ ব্যক্তি বিএসএফের হাতে আটক হন। এ ছাড়া আরেকজন পাথর শ্রমিককেও আটক করে বিএসএফ।

 

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট পরবর্তী

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

কমেন্ট