মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার জন্য চার বিভাগের চিকিৎসক নিয়ে মেডিক্যাল বোর্ড

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার জন্য চার বিভাগের চিকিৎসক নিয়ে মেডিক্যাল বোর্ড

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার জন্য চার বিভাগের চিকিৎসক নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। শিশুটির জিসিএস মাত্রা ৪-এ নেমে এসেছে।

হত্যাচেষ্টার সময় গলায় যে ইনজুরি হয়েছে, সেটার জন্য তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে, শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে। 


তিনি আরো জানান, তার চিকিৎসার জন্য চার (গাইনি, শিশু সার্জারি, অজ্ঞান বিভাগ, শিশু বিভাগ) বিভাগের চিকিৎসক নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শিশুটিকে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক।

 

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক পরবর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

কমেন্ট