ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত হবে ১৫ দিনেই ও ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন: আইন উপদেষ্টা
প্রবাসীদের গাড়িতে ডাকাতি, পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৫
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ও নৌবাহিনীর সদস্যসহ ডাকাতদলের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বরখাস্ত পুলিশ কনস্টেবল কাজল ইসলাম, চাকরিরত পুলিশ কনস্টেবল রুবেল, বরখাস্ত নৌ সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।
প্রবাসী জসিমউদ্দিন জানান, তার বাড়ি কক্সবাজার এলাকায়।
দীর্ঘদিন ধরে তিনি ও তার দুই বন্ধু সালাউদ্দিন ও শহীদ মিলে দুবাই থেকে বিভিন্ন মাল এনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা করছেন। ২ বছর আগে দুবাইয়ে পরিচয় হয় মিরপুর এলাকার সজিব নামের একজনের সঙ্গে। তাদের সঙ্গে তিনিও ব্যবসায় যোগ দেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার ভোরে একসঙ্গে মাল নিয়ে দেশে ফেরেন তারা।
এয়ারপোর্ট থেকে গাড়িযোগে ঢাকা নিউ মার্কেটের উদ্দেশে রওনা হন তারা। নিউ মার্কেট বাসার নিচে পৌঁছেলে তাদের সঙ্গে আসা সজিবের সহযোগী একটি গাড়িতে আসা ৮-৯ জন পুলিশ, নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে থানায় যেতে বলে।
তিনি জানান, প্রথমে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তারপর জোরপূর্বক সালাউদ্দিন, শহীদ ও তাকে বিদেশ থেকে আনা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালসহ তাদের পুলিশের ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ ও একটি প্রাইভেট কারে তুলে নেয়।
অন্য গাড়িতে কৌশলে পালিয়ে যান সজিব। এদিকে তাদেরকে থানায় না নিয়ে এক জায়গায় নিয়ে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
লুট হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার, সাতটি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টন সিগারেট, ৫৯ কৌটা গুড়া দুধ, ৭৮ সেট থ্রি পিস, ৩৮৪টি প্রসাধনী ক্রিম উদ্ধার হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পুলিশে ডাবল কেবিন পিকআপ, একটি প্রাইভেট কারসহ একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, একটি সংঘবদ্ধ ডাকাতচক্র নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের তুলে নিয়ে তাদের মাল লুটে নিয়ে যায়।
এই ঘটনায় একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, একজন চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় লুট হওয়া বেশির ভাগ মাল।
ওসি আরো জানান, পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ কনস্টেবল রুবেল। তিনি গাড়ি চালাতেন। পুলিশের গাড়ি নিয়ে ডাকাতির কাজে অংশগ্রহণ করেন তিনি।
তিনি জানান, এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মাল উদ্ধারে অভিযান অব্যাহত ।
কমেন্ট