ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছি: সিইসি
বনানীর সড়ক অবরোধ ৭ ঘণ্টা পর ছাড়লেন পোশাকশ্রমিকরা
ট্রাকচাপায় সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকরা। প্রায় ৭ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন তারা। বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও।
তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান।
সোমবার সকাল ছয়টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার ওসি রাসেল সরকার জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়। এরপর থেকেই শ্রমিকরা তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অবরোধের প্রায় ৭ ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়েন বলে নিশ্চিত করেছে পুলিশ। শ্রমিকেরা সরে যাওয়ার পর যান চলাচল শুরু হয়।
কমেন্ট