বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধানের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহনন
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন (৫৫)। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে ৩টার দিকে উপজেলার রাইল্লা গ্রামে নিজ বসতবাড়িতে আত্মহত্যা করেন। আনোয়ার হোসেন মৃত নিয়াজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের মা সেতারা বেগম (৭৫) ডায়াবেটিস ও হার্টের রোগী।
তার চিকিৎসার টাকাসহ পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রী ফরিদার (৪০) সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আনোয়ার হোসেন কৃষক।
মেহেদী (২৫) ও রুমা (১৮) নামের ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। ছেলে সৌদি প্রবাসী ও মেয়ে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে পড়াশোনা করছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে অফিসার পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট