নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড তৈরি হয়েছে : গভর্নর
৯ দিন বন্ধের পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু
ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর রবিবার (০৬ এপ্রিল) থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রবিবার দুপুরে ভুটান থেকে ২ টি পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। এরপর নেপাল থেকে আসে ১২ ট্রাক সুগার মোলাসেস। বাংলাদেশ রপ্তানি করেছে ১২ ট্রাক আলু, র ঝুট ৫ ট্রাক ও প্রাণের পণ্য ২ ট্রাক।
ঈদের বন্ধের পর আবারো আমদানি-রপ্তানি চালু হওয়ায় চাতুর্দেশীয় স্থলবন্দরটি কর্মচঞ্চল হয়ে ওঠে। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার অব্যাহত ছিল।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলে।
চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত এই স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় হয়েছে ৯১ কোটি ২ লাখ টাকা।
কমেন্ট