গত সরকারের আমলের ৭ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে : আইন উপদেষ্টা
আগুন পুড়ে ছাই এসএসসি পরীক্ষার্থীর বইসহ প্রবেশপত্র
চট্টগ্রামের রাউজানে তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মৃত জামাল আহমেদের ছেলে অটোরিকশাচালক মুহাম্মদ বেলাল উদ্দিন, মো. মিঠু এবং মৃত নবাব মিয়ার ছেলে মুহাম্মদ নওশাদ।
বেলালের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. সাজিদের প্রবেশপত্র, বইখাতা পুড়ে গেছে।
শুধু তা-ই না, তার ৪ বছরের বোন মরিয়মের পা ও মাথার চুলের অংশবিশেষ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী মোহাম্মদ ইলিয়াস সুমন বলেন, ভোরে বেলাল নামাজ আদায়ের জন্য উঠে দেখেন, ‘তার রান্নাঘরের দিকে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘুম থেকে উঠে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছু বের করা সম্ভব হয়নি।
’
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জাহেদুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত।’
কমেন্ট