রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা আগামী মে মাসের মাঝামাঝিতে শেষ হবে: আলী রীয়াজ
গোসলে নেমে ২ শিশুর মৃত্যু, উদ্ধারে মিলল আরেক যুবকের মরদেহ
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে এই ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬)।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়ার বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পায়ে হেঁটে নদীর লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকা পার হচ্ছিল এক ব্যক্তি। এ সময় মাঝ নদীতে এসে পানিতে তলিয়ে যান তিনি। এক পর্যায়ে তিনি সাঁতরিয়ে উঠতে না পারায় নিখোঁজ হন। স্থানীয় লোকজন জাল ফেলে ওই উদ্ধারের চেষ্টা চালালেও হদিস পাওয়া যায়নি।
পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ বুধবার সকালে একই পয়েন্ট থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। অপরদিকে মাতামুহুরী নদীতে গোসলে নেমে মারা যাওয়া দুই শিশুর লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট