সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত, দুই গ্রামে মাতম

সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত, দুই গ্রামে মাতম

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফয়সাল হোসেন (২৫) নামের এক ট্রাক হেলপার। তার অকালমৃত্যুতে মা, স্ত্রীসহ স্বজনদের কান্না যেন থামছেই না। একই দুর্ঘটনায় চালকও মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাদের মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ফয়সালের ভ্যানচালক বাবা। দুর্ঘটনায় তাদের মৃত্যুতে পাশাপাশি দুটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, সোমবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ওই গাড়ির হেলপার ফয়সাল হোসেন মারা যান। তিনি কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের ভ্যানচালক মশিয়ার রহমানের ছেলে।

একই দুর্ঘটনায় ট্রাকচালক উপজেলার হাবাসপোল গ্রামের সাহেব আলীর ছেলে ইদ্রিস আলীও (৩০) মারা যান। তাদের দুজনের মরদেহ আজ মঙ্গলবার নিজ বাড়িতে আনা হয়।
এলাকাবাসী জানায়, ফয়সাল হোসেন ৪ বছর আগে বিয়ে করেন। তাবাচ্ছুম খাতুন (২) নামে তার এক মেয়ে রয়েছে।

জীবিকার তাগিদে তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। তার এমন অকালমৃত্যুতে পরিবার যেন অথৈ সাগরে পড়েছে। 
নিহত ফয়সালের মা রুনা বেগম ছেলের মরদেহ বাড়িতে দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন। মাঝেমধ্যে জ্ঞান ফিরলেই বলতে থাকেন, ‘আমার সোনা পাখি গাড়ি থেকে তরমুজ নামিয়ে বাড়িতে আসতে চেয়েছিল। বাড়িতে তার মেয়ের জন্য খাবার আনবে বলেছিল।

মেয়েটি জানে না তার বাবা আর নেই। আমার এ কী হয়ে গেল রে।’
ওই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ছেলেটির মৃত্যুতে গোটা গ্রামে শোক বিরাজ করছে। এই দুর্ঘটনায় পাশের হাবাসপোল গ্রামের ট্রাক চালক ইদ্রিস আলীও মারা গেছেন। তারা ট্রাকে তরমুজ বোঝাই করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তাদের মৃত্যুতে গ্রাম দুটিতে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে।

ভালুকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে পিডিবির একাধিক খুঁটি পরবর্তী

ভালুকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে পিডিবির একাধিক খুঁটি

কমেন্ট