রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছয় দফা দাবিতে রাজশাহী নগরীর গোরহাঙ্গা মোড়ে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী সরকারি পলিটেকনিক ও রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় অবরোধ কর্মসূচি শুরু হয়। এসময় কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এতে অংশ নেয় শিক্ষার্থীরা। অবরোধের কারণে ওই এলাকা এবং এর আশাপাশে সৃষ্টি হয় ব্যাপক যানজট। স্থবির হয়ে পড়ে যান চলাচল।
অবরোধের পর ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার সড়কটির এক পাশে খুলে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।
নগরীর বোয়লিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ থেকে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও রয়েছেন। যে গাড়িগুলো আটকা পড়েছিল রাস্তার এক পাশ খুলে দিয়ে সেগুলো যেতে দেওয়া হয়েছে।
কমেন্ট