দাঁড়িয়ে থাকা ২ ট্রাকে আলুবোঝাই ট্রাকের ধাক্কা: নিহত ২

দাঁড়িয়ে থাকা ২ ট্রাকে আলুবোঝাই ট্রাকের ধাক্কা: নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ২টি ট্রাকে আলুবোঝাই অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকের চালকরা নিহত হয়েছেন।


এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিমে সিদ্ধিরগঞ্জের রিনালয় ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।


দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।


পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার জন্য চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী অন্য একটি আলুবোঝাই ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া ট্রাকের চালক ও উদ্ধারকারী ট্রাকের চালক উভয়ই ঘটনাস্থলে মারা যান।


নিহতরা হলেন- শরীয়তপুর সদরের রুদ্রকর গ্রামের গোলাই ঢালীর ছেলে মো. সুলতান ঢালী (৫০)। তিনি বিকল হওয়া ট্রাকের চালক ছিলেন। অপরজন শরীয়তপুর জেলার মো. সুমন মিয়া (৪৪)। তিনি উদ্ধারকারী ট্রাকের চালক ছিলেন।

রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ পরবর্তী

রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কমেন্ট