নিখোঁজের ৩ দিন পর বাল্কহেড শ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর বাল্কহেড শ্রমিকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক মো. আতাউর রহমানের (৬০)  মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার তীরবর্তী চরবলাকী এলাকায় ভাসমান অবস্থায় ওই শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আতাউর ঢাকার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। তিনি এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামক বাল্কহেডে লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে রোববার বিকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা একটি বাল্কহেড থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন আতাউর। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পায়নি। মঙ্গলবার চরবলাকী এলাকা থেকে আতাউর রহমান এর লাশ উদ্ধার করে।

মৃতের চাচা লোকমান হোসেন বলেন, ঘটনার পর বাল্কহেডের মালিক পক্ষ লোক পাঠিয়েছিল। কিন্তু তারা সরজমিনে এসে আমাদের সঙ্গে কথা বলেনি।

 

গজারিয়া নৌ পুলিশের এসআই তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়। স্বজরা মরদেহ শনাক্ত করেছে।

রাজধানীর নতুনবাজারে ময়লা ফেলে সড়ক আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা পরবর্তী

রাজধানীর নতুনবাজারে ময়লা ফেলে সড়ক আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা

কমেন্ট