দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ গ্রেপ্তার ১০

দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ গ্রেপ্তার ১০

অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারী ও ৬ পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১১টার সময় শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে ‘মেডিসিন মার্ট’ এর স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অবৈধ কার্যকলাপে থাকা অবস্থায় আটক করা হয়।

আটকরা হলেন—তানভির হুদা সুষম (৫৪), গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), মো. পারভেজ আলম রাজু (২১), বিষ্ণু রায় (২৬), শামিম হোসেন (৪৫), রুবেল ইসলাম (৩৫), জবা চৌধুরী সারা (১৮), রিমি বেগম (২৩), এমনি আক্তার (১৮) ও নিলিমা ইসলাম (১৯)।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

ওসি জানান, কোতয়ালী থানা পুলিশের একটি দল তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও দুইটি মোটরসাইকেল, ৬টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ পরবর্তী

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

কমেন্ট