ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ
ঈশ্বরদীতে কক্ষে অবরুদ্ধ তিন ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ
প্রায় দুই ঘণ্টা ইউনিয়ন পরিষদ কক্ষে অবরুদ্ধ রেখে পতিত আওয়ামী সমর্থিত তিনি ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলার নওদাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ও দাশুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ হোসেন বাকী (৬২)। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
একই ইউনিয়নের মাড়মী দক্ষিণ পাড়া এলাকার চাঁদ আলি মাঝির ছেলে ও ৫ নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম (৪৭)। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক।
অন্যজন হলেন খালিশপুর পশ্চিম পাড়া এলাকার নবাব আলী খানের ছেলে ও দাশুড়িয়া ইউপির ৬ ওয়ার্ড মেম্বার মো. আলাউদ্দির (৫৬)। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, তারা তিনজনই আওয়ামী লীগ নেতা।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারসহ তারা পরিষদে আসতেন না। তাদের বেতনসহ দাপ্তরিক কাজের জন্য আজ দুপুর ১২টার দিকে পরিষদে আসেন। তাদের দেখে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা পরিষদে এসে তাদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
অন্তত ২ ঘণ্টা পর তাদের ঈশ্বরদী থানা পুলিশে সোপর্দ করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিধি মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
কমেন্ট