পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

পরকীয়ায় বাধা দেওয়ার জেরে হাসি খাতুন (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাকারিয়া হোসেনের (২৮) বিরুদ্ধে। 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত হাসি খাতুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।

হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, পারিবারিকভাবে ৩ বছর আগে হাসি ও জাকারিয়ার বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। সম্প্রতি জাকারিয়া প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর হাসি স্বামীকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় শনিবার রাতে হাসি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে জাকারিয়া। 

তিনি বলেন, হত্যার পর প্রথমে আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছেন। পরে আমরা হাসির স্বামীর বাড়িতে গিয়ে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। এরপর পুলিশে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছেন। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম এনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। 

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর পরবর্তী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

কমেন্ট