আশুলিয়ায় বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বন্ধ কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকায় অবস্থিত অরিশান এ্যাপারেলস লিমিটেড কারখানার এ বিক্ষোভ করেন তারা। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই রাতের আঁধারে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছে। কারখানাটিত শতাধিত শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করলেও হঠাৎ মালিকপক্ষ শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ না করে কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে।


সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে গেটে তালা ঝুলানো দেখে মূলফটকে অবস্থান নেয়। এ সময় তারা দ্রুত বেতন পরিশোধসহ মালিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। 
কারখানাটি নারী শ্রমিক আলেয়া আক্তার জানান, কোন ধরনের নোটিশ না দিয়েই মালিকপক্ষ হঠাৎ করে আমাদের বেতন পরিশোধ না করে তালা ঝুলিয়ে দিয়েছে। কয়েকদিন পরেই বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেবে এবং দোকানদার বাকি টাকার জন্য কথা শোনাবো।


এই মুহূর্তে আমরা বেতন না পেলে কিভাবে চলবো। তাই দ্রুত কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছি। 
 
মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিক নেতা মো. মামুন মন্ডল বলেন, মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করেই গেটে তালা লাগিয়ে পালিয়ে গেছে। যেহেতু ভেতরে অনেক মালামাল রয়েছে, আমরা ভবন মালিকের সাথে কথা বলে শ্রমিকদের পাওনা আদায়ের চেষ্টা করেছি।

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু পরবর্তী

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু

কমেন্ট