বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় কমনওয়েলথ
ভৈরবে হত্যা মামলার আসামি সানি ইয়াবাসহ গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে সোহাদ মিয়া হত্যা মামলার আসামি সানিকে (২৮) ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। মঙ্গলবার সন্ধ্যায় ভৈরবে র্যাব ক্যাম্প চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
রফিউদ্দীন জানান, ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সোহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সানি শহরের ঘোড়াকান্দা এলাকায় অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই এলাকার খাজা গরিবে নেওয়াজ স্টোরের সামনে অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁকে তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৭ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে থানায় সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
র্যাব কর্মকর্তা জানান, গত ৬ জানুয়ারি পূর্বশত্রুতার জের ধরে সানিসহ কয়েকজন মিলে সোহাদ মিয়াকে (৪৬) বেধড়ক মারধর করে। পরে এলাকাবাসীর সহায়তায় উদ্ধারের পর স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোহাদ শহরের পঞ্চবটী এলাকার মৃত আবদুল খালেক মিয়ার ছেলে। এ ঘটনায় সোহাদ মিয়ার মেয়ে সখি বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা করেন।
কমেন্ট