বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় কমনওয়েলথ
ডাকাতির ৭৫ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪
গাজীপুরে চীনা ব্যাটারি কারখানার দেড় কোটি টাকা ডাকাতির মূল পরিকল্পনা করেছিলেন নিরাপত্তাকর্মী এমদাদ। তাঁর পরিকল্পনায় ডাকাতরা কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে সব সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করেন।
বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পুলিশ যাতে তাঁদের অনুসরণ করতে না পারে সে জন্য পথেই ডাকাতরা তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলেন। চার ডাকাত গ্রেপ্তার এবং ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া। গ্রেপ্তার ডাকাতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৩০), একই জেলার ইব্রাহিম খলিল (২৫) ও চাঁদপুরের মতলব থানার লতরদী গ্রামের বাসিন্দা কারখানার নিরাপত্তাকর্মী এমদাদুল্লাহ ওরফে এমদাদ (২০)।
মো. আজাদ মিয়া আরো বলেন, ‘গত রবিবার মধ্যরাতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকায় চং থিয়েন রি-জেনারেশন রিফোর্স কোম্পানি নামের ওই ব্যাটারি কারখানায় ডাকাতি হয়। একদল ডাকাত কারখানার মালিক মি. ওয়াং’কে রড দিয়ে মাথায় আঘাত করে তাঁর কক্ষে থাকা প্রায় দেড় কোটি টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। পরদিন এ ঘটনায় থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। মামলার পর সন্দেহ হলে কারখানার নিরাপত্তাকর্মী এমদাদকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার জামালপুরে অভিযান চালিয়ে ডাকাত সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমকে আটক করে তার কাছ থেকে লুটের ৪৫ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
কমেন্ট