রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার
৯ বছরে ৯ বিয়ে, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা
পেশায় পোশাকশ্রমিক। কিন্তু কখনো পুলিশ, কখনো সেনা বা নৌ কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিয়ে করতেন। এভাবে একে একে নয়টি বিয়ে করেছেন বরগুনার মো. সুলায়মান (২৯)। বিয়ের পর স্ত্রীর আত্মীয়-স্বজনকে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। শুধু তাই নয়, স্ত্রীর নামে এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকাও আত্মসাৎ করেছেন।
সেই সুলায়মান অবশেষে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (বন্দর) বিভাগ ও পাহাড়তলী থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক বলেন, ‘অভিযানে সুলায়মানের নবম স্ত্রী ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তার মা বাদী হয়ে পাহাড়তলী থানায় ইতোমধ্যে একটি মামলা করেছেন। সুলায়মানকে গ্রেপ্তারের পর তাঁর অন্যান্য স্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সুলায়মানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন।’
আবু বকর সিদ্দিক জানান, সুলায়মান ১৭ বছর বয়সে জীবিকার অন্বেষণে বরগুনা থেকে আসেন চট্টগ্রামে। আট হাজার টাকা বেতনে কাজ নেন নগরীর একটি পোশাক কারখানায়। পেশায় পোশাকশ্রমিক হলেও বিভিন্ন সময়ে প্রশাসনের কর্মকর্তা হিসেবে মেয়েদের কাছে নিজেকে উপস্থাপন করতেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কর্মকর্তার ছবিতে নিজের মুখের অবয়ব বসিয়ে প্রেমিকাদের কাছে পাঠাতেন সুলায়মান। আর এতেই কুপোকাত প্রেমিকা ও তাদের পরিবার। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যম আর মোবাইল ফোনে অল্প বয়সী মেয়েদের সঙ্গে কথা বলে তাদের প্রতারণার জালে ফেলে বিয়ে করার অভিনব পন্থা রপ্ত করেন সুলায়মান। বিয়ের পরে স্ত্রীর ভাই-বোনদের চাকরি দেওয়ার নাম করে সুলায়মান হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। স্ত্রীদের মাধ্যমে এনজিও থেকে ঋণ নিয়ে ওই অর্থ নিয়ে পালিয়ে গেছেন অন্যত্র। বেছে নিয়েছেন আরেকজনকে।
অতিরিক্ত উপকমিশনার জানান, সুলায়মান তাঁর অষ্টম স্ত্রী রাহেলার ভাই ও বোনকে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন প্রায় আড়াই লাখ টাকা। স্ত্রীর নামে এনজিও থেকে ঋণ তুলে হাতিয়ে নিয়েছেন এক লাখ টাকা। ১৫ বছর বয়সী নবম স্ত্রীর কাছ থেকে সুলায়মান যৌতুক নিয়েছেন দুই লাখ টাকা। এভাবে ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে নয় বছরে নয়টি বিয়ে করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন সুলায়মান।
কমেন্ট