আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মায়ের সাথে বন্ধুত্ব করে শিশু অপহরণ
ফেনীতে অপহরণের ১২ ঘণ্টা পর তিন মাসের শিশু জুনাঈদকে উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় অপহরণকারী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডের প্রবাসী শাহজাহানের স্ত্রী জাহেদা আক্তারের সঙ্গে গত কয়েকমাস আগে মুঠোফোনে পরিচয় হয় সদর উপজেলার চাঁদপুর গ্রামের শাহজাহানের স্ত্রী রোকসানা আক্তারের। তারা প্রায়ই একে অপরের বাসায় আসা-যাওয়া করতেন। গত রোববার সকাল সাড়ে ৯ টায় জায়েদার ৩ মাস বয়সী শিশু সন্তান জুনাঈদ হোসেনকে বাসার ছাদ থেকে ঘুরিয়ে আনার কথা বলে বাসা থেকে বের হন রোকসানা। পরে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজীর চর খোঁয়াজ এলাকার পল্লী চিকিৎসক নুর নবীর বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকে। গ্রেফতার করা হয় অপহরণকারী রোকসানা আক্তারকে। তবে পালিয়ে যান রোকসানার কথিত প্রেমিক মোহাম্মদ জীবন।
অপহরণের ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা করেছেন শিশুটির মা।
কমেন্ট