অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি
আহত যুবককে হাসপাতালে নেয়ার পর মিলল তারই বন্ধুর লাশ
মারাত্মক আহত যুবককে হাসপাতালে ভর্তির পর লাশ মিললো তারই বন্ধুর। হত্যা ও হত্যাচেষ্টায় অভিযুক্ত তাদেরই আরেক বন্ধু। এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফেনী শহরজুড়ে। রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তাসফিয়া ভবন। নিচ তলার সেপটিক ট্যাংক থেকে শনিবার রাতে উদ্ধার করা হয় ইউনুস বাবু নামে এক যুবকের মরহেদ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইউনুস বাবু ও শাহরিয়ারকে সেখানে ডেকে নেয় তাদের বন্ধু রাকিব। এক পর্যায়ে গোঙানির শব্দ শুনে এক ভাড়াটিয়া মাথায় রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে দেখতে পান, এ সময় ভবনের কেয়ারটেকার শাহীন ঘটনাস্থলে উপস্থিত ছিল। খবর পেয়ে পুলিশ শাহরিয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে ও শাহীনকে আটক করে। এর ২ দিন ঐ ভবনেরই সেপটিক ট্যাঙ্কে মেলে বাবুর মরদেহ।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, আহত অবস্থায় উদ্ধার করে একজনকে হাসপাতালে প্রেরণ করেছি। সেই ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে।
ইউনুস বাবু ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে। তিনি চীনে আর্কিটেক্ট ডিজাইনে পড়াশোনা করছিলেন। করোনা মহামারির কারণে মার্চে বাড়ি ফেরেন তিনি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে।
কমেন্ট