নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় কমিটির সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় কমিটির সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় দীর্ঘদিন পর মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পরিদর্শক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল গফুরকে গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম তল্লায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ঘটনার পর গত ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। তদন্ত কমিটি হয় তিনটি। দশ কার্য দিবসে জেলা প্রশাসন, তিতাস গ্যাস কতৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিটি তদন্ত প্রতিবেদনে মসজিদের পাশে তিতাস সংযোগ লাইনে একাধিক লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে এসি এবং মসজিদের ভেতর গ্যাস জমা হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে বিস্ফোরণের কথা বলা হয়েছে। পরে মামলা দুটি সিআইডির দপ্তরে হস্তান্তর করা হলে, প্রথমে তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারী এবং পরে বিদ্যুত অফিসের একজন স্থানীয় এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই এজেন্সির (ডেসা) একজন মিস্ত্রি গ্রেপ্তার হন। তবে দুদিনের মাথায় তিতাসের কর্মকর্তা কর্মচারীদের জামিন দেন আদালত।
ফুসলিয়ে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ পূর্ববর্তী

ফুসলিয়ে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ

রিফাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি বরিশাল কারাগারে স্থানান্তর পরবর্তী

রিফাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি বরিশাল কারাগারে স্থানান্তর

কমেন্ট