বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় কমনওয়েলথ
পরী মণির কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা
চিত্রনায়িকা পরী মণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বনানী থানায় এ মামলা করা হয়।
আজ শনিবার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম। তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে ডিবির পক্ষ থেকে জিমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, জিজ্ঞাসাবাদের জন্য জুনায়েদ করিম জিমিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানিয়েছিলেন, জিমিকে দ্রুতই গ্রেপ্তার করা হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই জিমিকে আটক করা হয়।
জিমিকে আটকের কিছুক্ষণ আগে সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গত জুন মাসে পরী মণি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। তখনই গণমাধ্যমে জিমির নাম আলোচনায় আসে।
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরী মণিকে গত বুধবার রাতে বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে পরী মণির দেওয়া তথ্যে ওই রাতেই র্যাবের একটি দল বনানীর জি ব্লকের সাত নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে। দুজনই এখন ডিবি হেফাজতে রিমান্ডে আছেন।
কমেন্ট