রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার
চাঁদাবাজির মামলায় ভুয়া সাংবাদিক কারাগারে
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের কাছে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে এক ভুয়া সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম আশরাফুল আলম সাগর।
পুলিশ তার নামে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। তার সঙ্গে থাকা আরেকজন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহকেও আসামি করা হয়েছে। তবে শ্রমিক লীগ নেতা স্থানীয় জনতার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গত রোববার রাত ৮টার দিকে উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওবাদুর রহমান তাদের নামে থানায় চাঁদাবাজির একটি মামলা করেন।
আশরাফুল আলম সাগরের বাড়ি উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৈফুলকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি ‘মাগুরা সংবাদ’ নামের স্থানীয় ফেসবুকভিত্তিক অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। আরেক অভিযুক্ত আব্দুল্লাহ উপজেলা সদরের বাঐজানি জেলখানাপাড়ার গদা শেখের ছেলে।
পুলিশ ও উপকারভোগীরা জানান, মহম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদীর পূর্বপাড়ে জাঙ্গালিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় সম্প্রতি ১৩টি ভূমিহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়। গত রোববার রাত ৮টার দিকে সাংবাদিক এবং মানবাধিকারের চেয়ারম্যান পরিচয়ে মো. আশরাফুল আলম ও তার এক সহযোগীকে নিয়ে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে যান।
তারা প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প ২-এর উপকারভোগীদের বলেন, আমি বাংলাদেশ মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রস্তাব নিয়ে এসেছি। আপনাদের যে ঘর দেওয়া হয়েছে এ ঘর ছোট তেমন ভালো হয়নি। আমি আপনাদের প্রত্যেককে দোতলাবিশিষ্ট ভবন নির্মাণ করে দেব। আমাকে ঘর প্রতি ১০ হাজার টাকা দিতে হবে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কাগজ নিয়ে এসেছি এই কাগজে স্বাক্ষর করতে হবে।
পরে উপকারভোগীদের সন্দেহ হলে তারা কাগজে স্বাক্ষর ও টাকা দিতে অস্বীকার করেন। পরে তিনি আশ্রয়ণের বসতি লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওবায়দুর নামে এক ব্যক্তিকে মারপিট করেন। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করে সাগরকে আটকে রাখে এবং আব্দুল্লাহ পালিয়ে যায়। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালকে মোবাইল ফোনে জানান। এর পর পুলিশ গিয়ে সাগরকে গ্রেফতার করে।
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জানান, সাগর স্থানীয় প্রেসক্লাবেব তালিকাভুক্ত সাংবাদিক নন।
মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দীন জানান, গত রাতে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের হাতে সাগর আটক হয়েছিল, পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
কমেন্ট