তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় ‘প্রেমিক’সহ গ্রেপ্তার চার
রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিনভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার করা চার জন নিখোঁজ তিন শিক্ষার্থীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও প্রেমিক। তবে, কলেজছাত্রীদের অপহরণের সঙ্গে গ্রেপ্তার করা চার জনের যোগসাজস ছিল কি না, তা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ।
নিখোঁজ তিন শিক্ষার্থীর হয়ে এক শিক্ষার্থীর বোন কাজী রওশন দিল আফরোজ নামের এক আইনজীবী এ ঘটনায় গত শুক্রবার পল্লবী থানায় একটি মামলা করেন। গত শুক্রবার করা মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার একই সময়ে তাঁর বোনসহ তিন জন নিখোঁজ হয়। তাঁর বোন বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেক জন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপর জন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।
আজ রোববার দুপুরের দিকে এসব ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ কামাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
শাহ কামালের দাবি, তিন পরিবারের অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে পুলিশ কিছু তথ্য পেয়েছে গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে। যথাযথ তদন্তের জন্য তাঁদের চার জনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সজীব খান বলেন, ‘নিখোঁজ তিন শিক্ষার্থীকে এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে, গ্রেপ্তার করা ব্যক্তিরা নিখোঁজ কিশোরীদের খুব কাছের বন্ধু-বান্ধব বা প্রেমিক। গ্রেপ্তার করা ১৭ বছর বয়সী এক কিশোর একই বয়সী নিখোঁজ কিশোরীর প্রেমিক। এ ছাড়া নিখোঁজ আরেক কিশোরীর প্রেমিককেও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে নিখোঁজদের বন্ধু-বান্ধবীকে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চার জন হলেন—রকিবুল (২০), তরিকুল্লা (১৯), অয়ন(১৮) ও জিনিয়া (১৮)।
কমেন্ট