চাঁদপুরে জেলা আ. লীগের সাধারণ সম্পাদকসহ ১১০ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীকে প্রধান আসামি করে ১১০ জনের নামে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। এতে বাদী হয়েছেন চাঁদপুর ক্লাব রোডের বাসিন্দা আল আমিন। শনিবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন তিনি।
আবু নঈম পাটওয়ারী দুলাল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট আমান উল্লাহ ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুর রহমান।
এ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অ্যাডভোকেট হেলাল হোসাইন, অ্যাডভোকেট হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট কবির চৌধুরী, অ্যাডভোকেট শিব গোপাল, অ্যাডভোকেট গাজী সাইফুলসহ ১১০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এদের সঙ্গে স্থানীয় একটি দৈনিকের সম্পাদকের নামও আছে।
এদিকে, চাঁদপুর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪ আগস্টের ঘটনায় এ নিয়ে চার নম্বর মামলা। তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দা আল আমিন বাদী হয়ে ১১০ জনের নামে গত ১৯ অক্টোবর রাতে এ মামলা করেন। তবে এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হননি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর এই প্রথম মামলা হলো।
কমেন্ট