এক কেজি করে চাল কম দেন প্যানেল চেয়ারম্যান!

এক কেজি করে চাল কম দেন প্যানেল চেয়ারম্যান!

শরীয়তপুরের ডামুড্যায় ভিডব্লিউবি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদে চাল বিতরণকালে এ অনিয়মের ঘটনা ঘটে। 

জানা গেছে, সিড্যা ইউনিয়নে ১৩৫ জন ভলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) উপকারভোগীকে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদি জিল্লু ছুটিতে থাকায় দায়িত্ব পালন করেন প্যানেল চেয়ারম্যান আমির হোসেন ঢালী।


চাল বিতরণের সময় একক সিদ্ধান্তে ৩০ কেজির পরিবর্তে ২৯ কেজি চাল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসার মিজানুর রহমান উপস্থিত থাকলেও তিনি ৩০ কেজি করে দেওয়ার অনুরোধ করলেও প্যানেল চেয়ারম্যান তা শোনেননি।
একাধিক উপকারভোগী জানিয়েছেন, প্রত্যেক দরিদ্র উপকারভোগীকে ৩০ কেজি চাল দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ২৯ কেজি করে দেওয়া হয়েছে। কিছু সময় মেপে দিলেও পরে বালতিতে মেপে চাল দেওয়া হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকারভোগী বলেন, “আমরা প্রতিদিন ৩০ কেজি চাল পেয়ে আসছি। হঠাৎ করে আজ বালতিতে মেপে আমাদের চাল দেওয়া হয়েছে। আবার অনেককে মেপে ২৯ কেজি চাল দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মিজানুর রহমান বলেন, “আমি যখন সেখানে গিয়েছিলাম, তখন প্যানেল চেয়ারম্যান চাল কম রয়েছে বলে জানান।


কিন্তু আমি কাগজে ৩০ কেজি দেখি, তাই সেটি দিয়েই দিতে হবে। আমি যত সময় ছিলাম, তখন ৩০ কেজি করে দিয়েছিলাম, কিন্তু আসার পর জানতে পারি ২৯ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।”
সিড্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন বলেন, “আমি সকলের উপস্থিতিতে এই চাল বিতরণ করি। সবাই ২৯ কেজি করে চাল নেবে বলে জানান। নিয়মে থাকলেও বস্তায় কম হওয়াতে আমি এটি করেছি।

পালাতে গিয়ে নদীতে ঝাঁপ, ৪০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার পরবর্তী

পালাতে গিয়ে নদীতে ঝাঁপ, ৪০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কমেন্ট