‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’

‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর আলম লাভলুর সঙ্গে বকশীগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এতে মাহবুবুর আলম লাভলুকে বলতে শোনা যায়, ‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি।’

শনিবার (৯ নভেম্বর) দুই নেতার কথোপকথনের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফোনালাপে জহুরাকে বলতে শোনা যায়, ‘মামলার তালিকা বলে না দেখে দেয় না।


থানায় দেওয়ার আগে বলে তালিকা দেইখা দেয়। এখন আমাদের ভাইস চেয়ারম্যানি ফেরত দিবো? এখন এগুলোর মধ্যে মামলা দিয়া থুইলে কেমনে কী করি?’
চার্জশিট থেকে নাম কাটার বিষয়ে লাভলু বলেন, ‘আপনে আমার সাথে যোগাযোগ কইরেন। চার্জশিট থেকে আমি নাম কেটে দিমুনি।’

জহুরা বলেন, ‘আমি তো এখন মামলার ভয়ে বের হতে পারছি না।


উপজেলা থেকে কাগজপত্র সব আইসা পড়তাছে। কোর্টে যাইতে বলতাছে সমন্বয়কারীরা। সবাই রিট করব। এলাকায় যদি না থাকতে পারি, জনগণের কাজই যদি না করতে পারি, শুধুমাত্র উপজেলার চেয়ারম্যান থাকব না।

 
এ সময় লাভলু বলেন, ‘আপনার বলে রাস্তার ঠিকাদারি কাজ চলতাছে। ওইডা আমাকে দিয়া দেন, আমি করি।’

প্রত্যুত্তরে জহুরা বলেন, ‘আমার তো নিজস্ব কোনো কাজ নাই। ওইটা আমার না।

 

হারাগাছ পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার পরবর্তী

হারাগাছ পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

কমেন্ট