ছাত্রলীগ সন্দেহে ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ছাত্রলীগ সন্দেহে ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

বরিশাল বিএম কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সন্দেহে দুই ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১০ নভেম্বর)  দুপুরে ক্যাম্পাস থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রাশেদ খান (২৮) ও ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সৌমিক বিন আলী (২৭)। রাশেদ নগরের ১ নম্বর ওয়ার্ডের সোবাহান মিয়ার পোল সংলগ্ন এলাকার এবং সৌমিক নগরের ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।


বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রবিবার একটি কর্মসূচি দিয়েছিল। নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী বেশকিছু সাঙ্গপাঙ্গ নিয়ে দুপুরে ক্যাম্পাসে এসে নাশকতার পরিকল্পনাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। বিষয়টি জানার পরই তাদের দুজনকে আটক করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুজন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীরা পুলিশে দিয়েছেন।


তাদের নাম-পরিচয়সহ ছাত্রলীগ করে কিনা এবং কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়ে যাচাই-বাছাই চলছে। তারা কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পরবর্তী

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

কমেন্ট