ভোরে ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ছাত্রলীগের ২ নেতা
সিলেটে মুখে মাস্ক পরে ঘটিকা মিছিল করার কয়েক ঘণ্টার ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ (২৪)।
জানা যায়, গত সোমবার ভোরের দিকে সিলেট নগরে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা মাস্ক পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেইট এলাকা থেকে মিছিল শুরু করে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন। মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট বিমানবন্দর থানার সহ সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার এক সহযোগী। ওই রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
তাদের বিরুদ্ধে কোতায়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট