মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মাগুরায় মাদকের টাকার যোগান দিতে না পারায় ছেলের ছুরিকাঘাতে সুরমান শেখ (৭৫) নামের এক বাবার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা সদরের আঠারোখাদা মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুর শেখকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।

 
নিহতের বড় ছেলে হানিফ শেখ বলেন, আমার ছোট ভাই মফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।


দুই সন্তানের জনক মফিজুর মাদকের টাকা জোগাতে জমি লিখে দিতে বাবাকে প্রায় চাপ দিত। বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় আজ রবিবার সকালে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে মফিজুর। আমরা বাড়ির সদস্য ও প্রতিবেশীরা মিলে বাবাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।


এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক মফিজুরের জিজ্ঞাসাবাদ চলছে।’

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পরবর্তী

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কমেন্ট