লন্ডনে পৌঁছার পর হিথ্রো বিমানবন্দর থেকে ক্লিনিকে খালেদা জিয়া
গাজীপুরের কালিয়াকৈরে মই বেয়ে কোটি টাকার ডাকাতি
গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার দেওয়ান মনজুরুল করিম সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতকবলিত পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোহাগের বাড়িতে বুধবার রাত আড়াইটার দিকে কাঁটাতার কেটে বাউন্ডারি দেয়ালের ভেতর প্রবেশ করে ৭-৮ জনের মুখোশ পরা একদল ডাকাত। বাড়ির দ্বিতীয় তলায় মই দিয়ে উঠে জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে তারা।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই বাড়ির মালিকের মাথায় রিভলভার ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে ডাকাতদলের সদস্যরা।
তারা আরো জানায়, মালিকের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয় তারা। আলমারির ভেতর থেকে ৩২ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার মাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
বাড়ির মালিক দেওয়ান মনজুরুল করিম সোহাগ বলেন, ‘৩২ লাখ টাকা এবং ২৫ ভরির ওপরে স্বর্ণালংকারসহ বিভিন্ন মাল নিয়ে যায় ডাকাতরা।
’
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, সোহাগের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাড়ি পরিদর্শন করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।
কমেন্ট