বিজিবির অভিযানে ট্রাকভর্তি কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ১

বিজিবির অভিযানে ট্রাকভর্তি কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ১

শেরপুরে ঝিনাইগাতীতে এক অভিযানে সীমান্তের চোরাপথে আনা ভারতীয় শাড়ি ও মিনি পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর তাওয়াকুচা এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি) এ অভিযান পরিচালনা করে। আটককৃত লিমন সিমসাং ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ভারত থেকে সীমান্তের চোরাপথে আনা পিকআপভর্তি েএক হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়িসহ লিমন সিমসাংকে আটক করা হয়।


আটক ভারতীয় শাড়ির বাজারমূল্য আনুমানিক প্রায় ৭৫ লাখ টাকা এবং পিকআপের মূল্য প্রায় ১৬  লাখ টাকা।
বিজিবি ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল , পিকআপসহ আসামিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

গাজীপুরের কালিয়াকৈরে মই বেয়ে কোটি টাকার ডাকাতি পরবর্তী

গাজীপুরের কালিয়াকৈরে মই বেয়ে কোটি টাকার ডাকাতি

কমেন্ট