দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা এখন রাশিয়ায়!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে পিস্তল নিয়ে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা শাহরিয়ার ইসলাম রাফি এখন রাশিয়ায় অবস্থান করছেন।
সম্প্রতি তিনি নিজের একটি ছবি ফেসবুকে মাই ডে তে শেয়ার করেছেন। সেই ছবিতে লোকেশন দিয়েছেন ‘ভোরোনেজ, রাশিয়া’।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১৭ আগস্ট জামালপুর থানার উপপরিদর্শক মিঠু মিয়া একটি মামলা করেন।
মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে প্রধান এবং শাহরিয়ার ইসলাম রাফিকে দ্বিতীয় আসামি করা হয়। এ ছাড়া আরো ৩০৩ জনকে মামলার আসামি করা হয়। মামলার পরেও তিনি কিভাবে রাশিয়ায় চলে গেলেন এ নিয়ে এলাকায় চলছে তুমুল সমালোচনা।
শাহরিয়ার ইসলাম রাফি রাশিয়ায় রয়েছেন বলে স্বীকার করে তার বাবা মো. আসলাম বলেন, ‘এ মাসের শুরুতে রাফি রাশিয়া চলে গেছে।
আগেই চলে যাওয়ার কথা ছিল। মামলার কারণে যেতে দেরি হয়েছে। স্টুডেন্ট ভিসা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। পরে জব ভিসায় গেছে।
’
জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইশাহাক হাসান ইখলাস বলেন, ‘ছাত্রদের ওপর পিস্তল নিয়ে হামলাকারী কিভাবে দেশের বাইরে চলে যায়? এটা পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতা। এটা সরকারের ব্যর্থতা।’
এসব বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার যোগদানের আগে মামলাটি করা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
কমেন্ট