দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
ঈশ্বরদীতে তপু হত্যা মামলার আসামি সোহেল গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে মশুড়িয়া পাড়া অরণ্য ছাত্রাবাসে চাঞ্চল্যকর তপু হত্যা মামলার অন্যতম আসামি মো. সোহেল রানাকে (২২) ছয়মাস পর গাজীপুরের বাগবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম। এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে গাজিপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি মাদরাসা বাজার এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক সোহেল রাজশাহীর বাঘা থানার চক রাজাপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
তিনি অরণ্য ছাত্রাবাসের মেস ম্যানেজার ছিলেন। এর আগে চলতি বছরের ২৩ জুন তপু হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন জয় (২০) ও ঈশা খালাশি (১৯) নামে ২ জনকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনায় চলতি বছরের ২৪ জুন গ্রেপ্তার জয় ও ঈশা তপু হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। একই সঙ্গে হত্যার সঙ্গে সোহেল জড়িত বলে জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের পর থেকে সোহেল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করতে দীর্ঘদিন ধরে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে ছয় মাস পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
চলতি বছরের ১৫ জুন দুপুরের দিকে কিশোর তপু হোসেন নিখোঁজ হন।
নিখোঁজের সাতদিন পর ২২ জুন রাত দুইটার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের তিন তলার ৩০৫ নম্বর কক্ষের ট্র্যাঙ্ক থেকে তপুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কমেন্ট