বালু টেন্ডার নিয়ে ফাঁকা গুলি, বিএনপির ৪ নেতাকর্মী আহত

বালু টেন্ডার নিয়ে ফাঁকা গুলি, বিএনপির ৪ নেতাকর্মী আহত

ফরিদপুরের ভাঙ্গায় জব্দ করা বালু টেন্ডারকে কেন্দ্র করে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আহতরা হলেন- ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেয়ান জমাদার (৩০), বিএনপির কর্মী কাওছার হোসেন (৪০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদ্দার (৫০)।

 

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গত মাসে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে প্রায় ৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ও বিএনপির নেতা রবিউল জমাদার। সেই সময় ওই বালু তৎকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করেন। সেই জব্দকৃত বালু মঙ্গলবার সকালে টেন্ডারের নামে উপজেলা প্রশাসন মাত্র ৩ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করেন।


পরে টেন্ডারের কাজ করতে আসা রিপন খাঁসহ উপজেলার কিছু বিএনপির নেতাকর্মী হাজির হন। তখন আওয়ামী লীগ নেতা রিপন খাঁ তার লোকজন বিএনপির নেতাকর্মীকে ধরে নিয়ে মারধর ও ফাঁকা গুলি করেন। এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আড়িয়াল খাঁ নদের পাড়ে জব্দকৃত ৩ লাখ ঘনফুট বালু কাউলিবেড়া ইউনিয়ন পরিষদ ভবনে বসে ৩ লাখ ৭ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়। আমরা সরেজমিন আড়িয়াল খাঁ নদের পাড়ে জব্দকৃত বালু পরিদর্শনে যাই। সেখানে রিপন খাঁ তার লোকজন বিএনপির কয়েকজনকে আটকে রেখে মারধর করে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভাঙ্গা থানার এসআই মামুন জানান, কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকার একটি টেন্ডার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয় জব্দকৃত বালু টেন্ডারের বিজয়ী ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল হাসান রনি জানান, আমি টেন্ডারের বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ক্ষিপ্ত হয়ে তার লোকজন আমার নেতাকর্মীর ওপর হামলা ও ফাঁকা গুলি করে। এ সময় চারটি মোটরসাইকেল ৪টি মোবাইল ও কিছু টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমরা রাতে মামলা করব।

ঈশ্বরদীতে তপু হত্যা মামলার আসামি সোহেল গ্রেপ্তার পরবর্তী

ঈশ্বরদীতে তপু হত্যা মামলার আসামি সোহেল গ্রেপ্তার

কমেন্ট