বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের
বিদেশি পিস্তলসহ আটক আমির হামজা!
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি অ্যামুনেশনসহ আমির হামজা (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আমির হামজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈঙ্গা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি অ্যামুনেশনসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
মো. কামরুজ্জামান আরো জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদসহ গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
কমেন্ট