সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৪৫ জনের নামে মামলা

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৪৫ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আওয়ামী লীগের ১৪৫ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করেন ভুক্তভোগী আরিফ মিয়া।

মামলার অন্যতম আসামিরা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (৭০), মহাসচিব মো. মজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদ (৫৫) প্রমুখ।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই দুপুর আড়াইটার সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র-জনতা একত্র হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এসময় আসামিরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করেন। তখন আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।

টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ফাঁদে ফেলতেন নারীরা পরবর্তী

টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ফাঁদে ফেলতেন নারীরা

কমেন্ট