বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
যুবলীগ নেতাকে পুলিশে দিল স্থানীয়রা
চট্টগ্রাম মহানগর যুবলীগের গত কমিটির সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরের আগ্রাবাদ বাদামতল এলাকা থেকে তাকে আটকের পর ডবলমুরিং থানায় নেওয়া হয়। রবিবার চট্টগ্রাম আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ কালের কণ্ঠকে বলেন, দেলোয়ার হোসেন খোকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানায় মামলা আছে।
এ ছাড়া আর কোথাও মামলা আছে কিনা তা দেখা হচ্ছে। আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে নগরের আগ্রাবাদ বাদামতল এলাকায় একটি শপিং সেন্টারের সামনে খোকাকে দেখে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এরপর ডবলমুরিং থানার পুলিশ খোকাকে থানায় নিয়ে যান। রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানান।
কমেন্ট