চট্টগ্রামের পটিয়ায় বিজয় দিবসের মিছিলে কোন্দল, ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাত

চট্টগ্রামের পটিয়ায় বিজয় দিবসের মিছিলে কোন্দল, ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাত

চট্টগ্রামের পটিয়ায় বিজয় দিবসের ব্যানার নিয়ে আভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন প্রতিপক্ষের আরেক কর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

ছুরিকাহত জিসান আহমেদ (২০) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ৮ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীমাই এলাকার নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেইট এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী জড়ো হন।


এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বিজয় মিছিল বের করেন তারা। সেই কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে যাওয়ার পথে ব্যানার ধরা নিয়ে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের কথা-কাটাকাটি হয়। 
তারা জানায়, পরে এর জের ধরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০-১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান।


সেখানে জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজান ও তার সমর্থকরা। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
জিসানের ছুরিকাঘাতের ঘটনা স্বীকার করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মেম্বার বলেন, ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে এ ঘটনা হয়।


তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বিএনপির বিজয় দিবসের মিছিলে আসা দুই ছাত্রদলের নেতার মধ্যে আধিপত্য নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

শিক্ষার্থীকে হত্যা করে ছিনতাই, মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেপ্তার ৬ পরবর্তী

শিক্ষার্থীকে হত্যা করে ছিনতাই, মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেপ্তার ৬

কমেন্ট