পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ২

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ২

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের একটি দল। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ওই অভিযান শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

অভিযানে বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে জাকির হোসেন ও শাহিদা বেগম নামে দুজনকে আটক করে দুদকের ওই দল। আটককৃত দুজনের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে নির্ধারিত ফির দ্বিগুণ অর্থ নিয়ে পাসপোর্ট করে দেন বলে অভিযোগ রয়েছে।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান উর রহমান অভিযুক্ত ওই দুজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা করে জরিমানা করেন।

দুদক অভিযানের নেতৃত্বে থাকা বরিশাল অফিসের সহকারী পরিচালক রাজকুমার সাহা বলেন, ‘আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের দুটি দল নথুল্লাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে সেবাগ্রহীতা সেজে অবস্থান নেয়। এ সময় জাকির ও সাহিদা নামের পাসপোর্ট অফিসের দুজন দালাল নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ ফি নিয়ে ৭ দিনের মধ্যে পাসপোর্ট করে দেওয়ার বিষয়ে দুদকের ওই দলকে আশ্বস্ত করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিমানবন্দর থানা পুলিশকে নিয়ে ওই দুই দালালকে আটক করা হয়।



তিনি আরো বলেন, ‘ওই দুই দালাল তাদের জবানবন্দিতে জানান- বিভাগীয় পাসপোর্ট অফিসের একজন কর্মচারীর সহায়তায় তারা পাসপোর্ট করে থাকেন। তবে তাৎক্ষণিক ওই কর্মচারী জিজ্ঞাসাবাদে বিষয়টি অস্বীকার করেছেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত দুজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা করে জরিমানা করেন।’

 
বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু‌ নোমান মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের অফিসের যে কর্মচারীর নাম উঠে এসেছে তার বিষয়ে আমরা বিভাগীয় তদন্ত করব।


প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

নারীর ব্যাগে ছিল বিরল ২৬ প্রজাতির কচ্ছপ পরবর্তী

নারীর ব্যাগে ছিল বিরল ২৬ প্রজাতির কচ্ছপ

কমেন্ট