টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবার চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবার চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এক লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি চালানসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। ইয়াবার এই বড় চালানটি মিয়ানমার থেকে পাচার করে দেশের অন্য স্থানে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের হাতে ধরা পড়েন তারা।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ানের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশে অবস্থান করার সংবাদ পায় র‍্যাব। পরে রাতে এ অভিযান পরিচালনা করেন র‍্যাব সদস্যরা।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের হেফাজত থেকে এ পরিমাণ ইয়াবার চালান উদ্ধার করা হয়।

 
গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ (২১) ও মৃত মুছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান- দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থেকে টেকনাফ সীমান্ত থেকে দেশের নানা প্রান্তের ব্যবসায়ীদের কাছে ইয়াবার চালান পৌঁছে দিয়ে আসছেন তারা।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।

কার্গো জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ইরফান আটক পরবর্তী

কার্গো জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ইরফান আটক

কমেন্ট