বাংলাদেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা
হত্যা মামলায় গাছা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ গ্রেফতার
গাজীপুর মহানগরীর গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শহীদ সিদ্দিক সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ রানা (৩৩) গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানা এলাকার মোঃ কবির হোসেনের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন জানান, ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকায় মিনহাজ হোসেন (১৬) নামের এক কিশোর শহীদ হন। এ ঘটনায় শহীদ মিনহাজের চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর গাছা থানায় মামলা (নং-২০) করেন। ওই মামলার আসামি মাসুদ রানা। তিনি গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।
কমেন্ট